Debian

Saturday, July 17, 2010

ইন্টারনেট রিলে চ্যাট

ওপেন সোর্সে (উন্মুক্ত উৎসের) যে কোন ধরনের সমস্যা নিয়ে সরাসরি ব্যবহারকারী,ডেভলোপারদের সাথে কথা বলতে চাইলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে IRC chat.


আপনার সিস্টেমে কোন chat প্রোগ্রাম না ইন্সটল করা থাকলে প্রথমে তা ইন্সটল করে নিন:
#apt-get install xchat


১। XChat প্রোগ্রাম চালু করুন:




২। FreeNode অথবা আপনার পছন্দ অনুযায়ী সার্ভার বাছাই করে "Connect' করুন:


৩। "Connect" করা হয়ে গেলে এটি আপনাকে "channel" এর অপশন দিলে "Join this channel" অপশনে #debian অথবা আপনার প্রোয়োজন আনুসারে "channel" (যেমন: ubuntu, fedora ইত্যাদি) এর নাম দিন:


৪। দরকার অনুযায়ী প্রশ্ন করুন। সমস্যা বলার আগে সার্চ করে দেখুন।


বিনয়ের সাথে সমস্যার কথা বলুন এবং যথাসম্ভব সুনির্দিষ্ট ভাবে বলার চেষ্টা করুন। আপনার সিস্টেমের ভর্সন এবং কি কমান্ড দিচ্ছেন তা বলুন এবং ধর্য্য ধরুন। সবসময় চেষ্টা করুন ১ লাইনে লেখার।


কি ভাবে ভালো প্রশ্ন জিজ্ঞাসা  করতে হয় বিস্তারিত দেখুন:
http://www.catb.org/~esr/faqs/smart-questions.html


বোকা:
    HELP! Video doesn't work properly on my laptop!


বুদ্ধিমান:
    X.org 6.8.1 misshapen mouse cursor, Fooware MV1005 vid. chipset


অতিবুদ্ধিমান (ব্যাঙ্গার্থে নয়):
    X.org 6.8.1 mouse cursor on Fooware MV1005 vid. chipset - is misshapen


৫। একসাথে ২ লাইনের বেশি কোন লেখা পেষ্ট করা থেকে বিরত থাকুন। এ জন্য http://paste.debian.net/ http://pastebin.ca/ http://pastie.org/ http://pastebin.com/ অথবা http://picpaste.com/ ছবির জন্য। সর্বোচ্চ ১০০ মেগাবাইট (যেমন tar.gz) এর জন্য wikisend.com ব্যবহার করতে পারেন।
চ্যানেলে শুধু মাত্র URL টি দিন।


আপনার সমস্যার বিবরন একসাথে ৪ লাইনের বেশি হওয়া যাবে না (সয়ংক্রিয় রোবেট ৪ লাইনের বেশি যেকোন ব্যবহারকারীকে রুম থেকে বের করে দিবে)।


রিপাই করার সময় যাকে উদ্দশ্য করে লিখছেন তার নাম এর পর ":" দিয়ে উত্তর দিন।
যেমন "unix" নামের যে কোন ব্যবহারকারী কে "ok" রিপ্লাই দিতে:
unix: ok
৬। পরে অন্য কোন চ্যানেলে যেতে চাইলে
/join #fedora
৭। FAQ দেখে নিন:
http://freenode.net/faq.shtml
http://freenode.net/policy.shtml
http://freenode.net/channel_guidelines.shtml


৮। ডেবিয়ান চ্যানেল সম্বন্ধে জানতে হলে:
http://wiki.debian.org/IRC
http://wiki.debian.org/DebianIRCChannelGuidelines

No comments: