Debian

Wednesday, July 28, 2010

Usenet

Usenet হচ্ছে একটি সমগ্র বিশ্বব্যাপী ছড়ানো একটি Internet আলোচনার পদ্ধতি।

Usenet "Bulletin board systems" এর মতো একটি পদ্ধতি এবং এটির ধারনা থেকেই পরে Internet ফোরাম এর উৎপত্তি। এটিকে "e-mail" এবং ওয়েব ফোরামের একটি সঙ্কর বলা যেতে পারে।

Usenet এবং "Bulletin board systems" অথবা Internet ফোরাম এর উল্লেখ যোগ্য ব্যবধান হচ্ছে, Usenet এ কোন কোন্দ্রীয় সার্ভার এবং পূর্ণ (dedicated) অ্যাডমিনস্ট্রেটর থাকে না।


Usenet হচ্ছে ছড়িয়ে থাকা একটি বড়, সব সময় পরিবর্তনশীল সার্ভারের সমষ্টি যা তথ্য সংরক্ষণ এবং একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে থাকে। এসব সার্ভার আলগাভাবে পরিবর্তনশীল mesh এ সংযুক্ত থাকে। এটি অনেকটা শহরের জটিল পরিবহণ ব্যবস্থার পরিকল্পনার মতো। শহরের যে কোন জায়গায় পৌছানো জন্য অনেক গুলো পথ রয়েছে। যদি কোন রাস্তা যেকোন কারনে বন্ধ হয়ে যায়, গন্তব্যে পৌছার জন্য সব সময় অন্য পথ খোলা আছে।

এভাবে User Network অথবা Usenet, newsgroup কে সঠিক ভাবে তাদের তথ্য  অনেকগুলো গন্তব্যে পৌছাতে সহায়তা(অনুমোদন) প্রদান করে।

সোর্স: http://en.wikipedia.org/wiki/USENET



Source:  http://commons.wikimedia.org/wiki/File:Usenet_servers_and_clients.svg
Author: Benjamin D. Esham (bdesham)

Usenet এর সার্ভারের এবং ক্লায়েন্টেদের একটি রেখাচিত্র (ডায়াগ্রাম)। সার্ভারের উপর নীল, সবুজ এবং লাল রং এর ফোটা দ্বারা তারা কোন গ্রুপের তথ্য তা বোঝানো হয়েছে। গ্রুপ থেকে তথ্য আদান প্রদান সার্ভারের মধ্যকার তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। সার্ভারে ব্যবহারকারী যে গ্রুপে সদস্য (চুক্তিতে আবদ্ধ) (subscribed) এবং তথ্য পাঠাতে ও নামাতে সক্ষম, এমন ব্যবহারকারী কে কম্পিউটার এবং সার্ভারের মধ্যকার তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে।


Usenet ব্যবহার করতে চাইলে আপনাকে একটি "Usenet" newsreader এর সাহায্য নিতে হবে।
"Pan", "XPN" অথবা অন্যান্য newsreader ব্যবহার করতে পারেন:
#apt-get install pan

 


নতুন ব্যবহারকারীদের "news.announce.newusers" এবং "news.newusers.questions", newsgroup অনেক দরকারী তথ্য প্রদান করে থাকে। এছাড়া "gmane.test" newsgroup টেষ্ট করার জন্য ব্যবহার করতে পারেন।

আপনি চাইলে ডিবিয়ানের mailing lists  newsgroups এর সাহায়তার মাধ্যমে linux.debian.* hierarchy হয়ে প্রবেশ করতে পারেন।  এটিতে ওয়েব ইন্টারফেসের মাধ্যমেও করতে পারেন যেমন  Google Groups or Gmane


প্রয়োজনীয় লিংক:
http://www.dmoz.org/Computers/Usenet/
http://www.dmoz.org/Computers/Usenet/Public_News_Servers/

যেমন:
Aioe.org Public News server - A public news server which allows the users to post 25 messages per day from every IP without authentication. This is a text only server.


সোর্স:
http://en.wikipedia.org/wiki/USENET
http://www.faqs.org/faqs/usenet/what-is/part1/
http://www.how-to-usenet.com/
http://www.icewalkers.com/Linux/Howto/Usenet-News-HOWTO/index.html
http://www.debian.org/support#usenet
http://en.wikipedia.org/wiki/List_of_news_clients

3 comments:

aditib said...

nice post

ImTiaZ said...

do we still need usenet newgroup when we have and use the mailing lists extensively?

salahuddin66 said...

New users generally dont need it indeed.

Any organization/one able block some people accessing to any particular forum.

USENET decentralization allows user to post anywhere from the world.

"The Freedom" Which is a spirit of the OSS.

"Usenet is distributed among a large, constantly changing conglomeration of servers that store and forward messages to one another. These servers are loosely connected in a variable mesh. This is similar to the complex transportation plan of a city."

"The first thing to understand about Usenet is that it is widely
misunderstood. Every day on Usenet, the "blind men and the elephant"
phenomenon is evident, in spades."

http://www.faqs.org/faqs/usenet/what-is/part1/